The documents obtained from the Chittagong court are sold at the rate of Tk 16 per kg

চট্টগ্রাম আদালত থেকে গায়ের হওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার; আটক ১

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কক্ষের সামনের বারান্দা থেকে গায়েব হওয়া মামলার নথির বস্তা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় রাসেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে নগরীর একটি ভাঙারির দোকাল থেকে বিভিন্ন মামলার ১ হাজার ৯’শ ১১টি নথি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ১ সন্দেহভাজনকে আটক করার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকান থেকে হারিয়ে যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত রাসেল আদালত চত্বরে চা বিক্রি করতেন এবং নথিগুলো সে ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করে দেয়।

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালতের বিভিন্ন মামলার ১ হাজার ৯’শ ১১টি নথির খোঁজ না পাওয়ায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়।