About Us

দরিয়া নগর ডটকম (www.dorianagor.com) একটি আধুনিক ও নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার প্রতিদিনের ঘটনাবলি সঠিক এবং নির্ভরযোগ্যভাবে পাঠকের সামনে তুলে ধরে। আমাদের লক্ষ্য হলো খবরের পেছনের সত্যকে খুঁজে বের করা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সঠিক, নির্ভুল এবং আপডেটেড তথ্য পৌঁছে দেওয়া। আমরা শুধু খবর প্রচার করি না; আমরা খবরের গভীরে গিয়ে এর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি।

আমাদের স্লোগান:

“অদৃশ্য খবরের আপসহীন সত্য” – আমরা আমাদের স্লোগানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি সত্য কখনও আপস করে না। প্রতিটি খবরকে আমরা যাচাই-বাছাই করে এমনভাবে উপস্থাপন করি যা পাঠকদের আস্থা অর্জন করে।

আমাদের টিম

দরিয়া নগর ডটকম পরিচালিত হয় নবীন এবং প্রবীণ সাংবাদিকদের একটি মেধাবী ও উদ্যমী টিমের দ্বারা।  আমাদের টিম কেবল পেশাদার নয়, বরং সময়োপযোগী এবং সৃজনশীল চিন্তাধারায় বিশ্বাসী। প্রতিদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে পাঠকের সামনে সর্বশেষ খবর উপস্থাপন করে।

সম্পাদকীয় নীতি

দরিয়ানগর ডট কম বিশ্বাস করে, সাংবাদিকতা কেবল তথ্য সরবরাহের মাধ্যম নয়; এটি সমাজকে সচেতন করার এবং ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।

এই নীতি অনুযায়ী দরিয়া নগর ডটকম এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে খবরের সত্যতা, গভীরতা, এবং নিরপেক্ষতা নিশ্চিত হয়। আমরা বিশ্বাস করি, একটি সংবাদ মাধ্যমের দায়িত্ব কেবল ঘটনা জানানো নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া।

আমাদের মিশন ও ভিশন

আমাদের মিশন হলো গণমানুষের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে খবর শুধু তথ্য নয়, সত্য ও নির্ভুলতার মাপকাঠি হবে। আর আমাদের ভিশন হলো নির্ভরযোগ্যতা এবং বস্তুনিষ্ঠতায় বাংলাদেশের অনলাইন মিডিয়া জগতে একটি নতুন মানদণ্ড স্থাপন করা।

ধন্যবাদান্তে,

দরিয়া নগর ডটকম টিম