The joint forces have arrested 6 robbers with firearms from Maheshkhali.

মহেশখালী থেকে আগ্নেয়াস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

কক্সবাজার চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

​কক্সবাজারের মহেশখালী থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে ধলঘাটার মুহুরিঘোনা এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন – বিসিজি বেইস চট্টগ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমাণ্ডার সিয়াম উল-হক জানান, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজিস অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ নিয়ে স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলিমউল্লাহ বাহিনীর ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাত ৩ টার দিকে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

এছাড়া ২৩ জানুয়ারি মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগও করে। সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।