A businessman was shot and killed while on his way to Jumu'ah prayer in Raozan.

রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরো কয়েকজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে আসেন জাহাঙ্গির। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক জন দুর্বৃত্ত অতর্কিত তার উপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে আরো কয়েকজন ওপরও হামলা করে দুর্বৃত্তরা।

জাহাঙ্গীরকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চোধুরী জানান, গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় নিহত হয়েছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছ।