আমিরুল ইসলাম রাশেদ; পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় একটি কাঁচা সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ওই রাস্তায় বালির বস্তা দিয়ে হাঁটার উপযোগী করে দেন মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
শনিবার (২ আগস্ট) মগনামা পশ্চিমকূলে বালির বস্তা দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করে শ্রমিকেরা।
পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের অর্থায়নে চার চেইন রাস্তা মেরামত করা হয়।
স্থানীয়রা জানান, পশ্চিমকূল এলাকার মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন এই সড়ক নিয়ে ভোগান্তিতে ছিল। শিক্ষার্থীদের আসা-যাওয়ায় ছিল অসহনীয় দুর্ভোগ।
বিষয়টি নিয়ে স্থানীয়রা মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে জানালে তিনি সাথে সাথে প্রায় চার চেইন রাস্তার জন্য ৫ শত বালির বস্তার ব্যবস্থা করে হাঁটার উপযোগী করে দেন। এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানান।