আমিরুল ইসলাম রাশেদ ; পেকুয়া সংবাদদাতা
৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বনবিভাগের সম্পদ রক্ষা করার জন্য বারবাকিয়া বনবিভাগের পাশাপাশি পেকুয়া উপজেলা যুবদলে জোড়ালো ভূমিকা ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়ার বিদায়ী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।
গতকাল ২৭ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসের পাশে কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আয়োজিত বিদায় বরণ ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান আনুষ্ঠানে এ কথা জানান হাবিবুল হক।
তিনি বলেন, বারবাকিয়া রেঞ্জে থাকাকালীন সময়ে অনেক কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে প্রতিটি পদক্ষেপ অতিক্রম করতে গিয়ে উপজেলা যুবদলের যে সহযোগিতা পেয়েছি, প্রত্যেকটা দল ও মানুষ যে সহযোগিতা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আগামীতেও বন ও পরিবেশ রক্ষায় এভাবেই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
সভায় বক্তারা পরিবেশ ও প্রাণ প্রকৃতির জীবন রক্ষার্থে বন ও পাহাড় ধ্বংসযজ্ঞ থেকে মুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান রেঞ্জ কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণের সহকারী বনসংরক্ষক ইমরুল কায়েস।
এছাড়া পদুয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দোহাজারি রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।