নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে সাপের কামড়ে এক ব্যক্তর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মালেক (৫৫)।
বুধবার (২৮ মে) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালেক পৌরসভার ৩নং ওয়ার্ড ফজল করিম সওদাগরের বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে।
জানা যায়, মালেক গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে বিলে জমা হওয়া পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে রাতে মাছের ফাঁদ ছাই বসাই। ভোরে আবদুল মালেক ছাই থেকে মাছ আহরণ করতে গেলে অসাবধানতাবশত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।
এ সময় তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।