পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট; কুতুবদিয়া নবারুন সংঘ ১-০ গোলে জয়ী

কুতুবদিয়া পেকুয়া

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া। 

পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডের ৫ম খেলা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে দুই শক্তিশালী দল  কুতুবদিয়া নবারুন সংঘ মুখোমুখি হয়েছে কাকারা ক্রীড়া সংসদ । দর্শক মুহুর্মুহ করতালির মধ্য দিয়ে ৪টা ১০মিনিটে খেলা শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে কাকারা ক্রীড়া সংসদ আধিপত্য বিস্তার করে খেলতে থাকলেও ২৬ মিনিটের কুতুবদিয়া নবারুন সংঘের অধিনায়ক জাহাঙ্গীর গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের শেষ ক্ষণে গোল পরিশোধের সুযোগ পেয়েও কাকারার জাহেদের নেয়া শর্টি ক্রসবারের সামান্য বাইরে চলেগেলে ১-০ ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চমৎকার আকর্ষনীয় হয়ে ওঠে। কাকারার বিদেশী খেলোয়াড় বিল্লালের দুর্দান্ত শর্ট বার ঘেষে বাইরে চলেগেলে সমতায় ফেরা সম্ভব হয়নি। এভাবে ৫/৬ বার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নবারুন সংঘের অধিনায়ক একমাত্র গোলদাতা জাহাঙ্গীর। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার দক্ষিণ ধ্রুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, সি,সহসভাপতি গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী, অধ্যক্ষ এস এম,মনজুর,  নুরুল আমিন বাবু কমিশনার,জাহাঙ্গীর আলম ভুট্টা, ইব্রাহীম খলিল কাকন, ডা, ফেরদাউস, সাংবাদিক ওমর আলী প্রমুখ।
কুতুবদিয়া নবারুন সংঘের পক্ষে মাঠে নামেন, সেলিম(গোল রক্ষক)নিস্টা, টিংকুশীল, মিরাজ, মানিক, সায়মন,নানী, সাইমুন, আওয়াল, হাফিজ, জাহাঙ্গীর (অধিনায়ক) সায়মন,নয়ামত,মোরশেদ, সেজাম,সাজ্জাদ।

কাকারা ক্রীড়া সংসদের হয়ে খেলেছেন, অনিক(গোল রক্ষক) সাজন, কপি, তাওসিফ, আপন সরকার, বিল্লাল, বাবু, ইরফান, জাহেদ, মহিউদ্দিন (অধিনায়ক)  হাসান, সাঈদ, হেলাল, রাকিব, ফরহাদ।