টেকনাফ স্থলবন্দরকে নৌ-বন্দর করে ঘুমধুমে নতুন স্থলবন্দরের চিন্তা করছে সরকার: চট্টগ্রামে নৌ-পরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;       

    

রাখাইন স্টেটের কথা মাথায় রেখে কক্সবাজারের ঘুমধুমে স্থলবন্দর প্রতিষ্ঠার চিন্তা করছে সরকার। এছাড়া টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রেুয়ারী) সকালে চট্টগ্রাম বন্দরের কার ও কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় বন্দরের জায়গা থেকে পণ্য সরাতে কাস্টমসের অগ্রগতি ভাল উল্লেখ করে নৌ-পরিবহন উপদেষ্টা বলেন-কিছু আইনি পরিবর্তন আনতে হচ্ছে। কারণ আইনি জটিলতায় দীর্ঘ দিন পড়ে থাকা পণ্য নিলামে প্রতিবন্ধকতায় পড়ছে কাস্টমস। উপদেষ্টা বলেন- বেশকিছু স্থলবন্দর চিহ্নিত করা হয়েছে যাদের আয় নেই। এগুলো বন্ধ করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে৷

এদিকে নৌ-উপদেষ্টার পরিদর্শনের সময় বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনাল ও চিটাগাং কনটেইনার টার্মিনাল বেসরকারিকরণের বিরোধিতা করে বিক্ষোভ করেন বন্দর শ্রমিকরা।

তবে শ্রমিকদের স্বার্থ হানী হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে আশ্বাস দেন উপদেষ্টা।