টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত ১৫ জন উদ্ধার; আটক দুই অপহরণকারী

কক্সবাজার টেকনাফ

টেকনাফ সংবাদদাতা :

 

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে শিশুসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দুই সহোদরকে আটক করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়ার নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পিছনের পাহাড়ের চূড়ায় অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হচ্ছেন, কচ্ছপিয়া-করাচি পাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

টেকনাফ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টা দিকে কচ্ছপিয়া পাহাড়ে অভিযান পরিচালনা দুই জন অপহরণকারীকে আটক করা হয় ১৫ জন অপহৃতকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫ জন বাংলাদেশিে এবং ১০ জন রোহিঙ্গা। এর মধ্যে শিশু রয়েছে ৬ জন। অপহৃতরা উখিয়া-টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, আটক হওয়া আসামীরা ছাড়া পলাতক আরো ১০/১৫ জন সংঘবদ্ধ একটি চক্র পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬ থেকে ১৭ দিন ধরে ধাপে ধাপে ভিকটিমদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহিন পাহাড়ের চূড়ায় আটকে রাখে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।