নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ১৫৯ জন শিক্ষার্থীকে পাঁচ লাখ টাকা মূল্যের মেধাবৃত্তি দিয়েছে ফেনী জেলা সমিতি।
দুপুরে নগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত এই মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ও ফেনী জেলা সমিতির সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবন-জীবিকা কর্ম ও আত্মিয়তার বন্ধনে নিজেদের জন্ম স্থানের মতই চট্টগ্রামকে আপন করে নিয়েছে ফেনীবাসী।
এ সময় বক্তারা বলেন যদি একটা চারা গাছ রোপন করেন তাতে পানি,সার দিয়ে সঠিকভাবে পরিচর্যা করলে গাছটির ভিত্তি মজবুত হয়। তেমনি আপনার সন্তানদের প্রতি অধীকতর যত্নবান হউন, পরিবার হতে দিকনির্দেশনা থাকলে ছেলে মেয়েরা কোন দিন বিপদগামী হয়না।
বক্তারা আরো বলেন, সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের অধিকতর যত্নবান হতে হবে। পাশাপাশি সন্তানদের পাশে থেকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব পরিবারের।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আবদুল মন্নান মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের কর কমিশনার শামিনা ইসলাম, বৃত্তি কমিটির সদস্যসচিব জিন্নাহ চৌধুরী, মৌলভী শামসুল করিম, জসীমউদ্দিন মজুমদারসহ সমিতির নেতৃবৃন্দ।