Accused of rape case arrested after 12 years in Chittagong

চট্টগ্রামে ১২ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব।

মামলা হওয়ার ১২ বছর পর গিত কাল (২৪ ডিসেম্বর) নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবুকে গ্রেফতারে মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় বিকেল সাড়ে ৪টায় অভিযান পরিচালনা করা হয়।

আসামি মো. মহিউদ্দিন বাবু (৩৫), বন্দরটিলা এলাকার মো. কামালা উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।