চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় লাখো মানুষের ঢল

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

লাখে মানুষের অংশগ্রহণে সম্পন্ন হলো আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটিতে এতে অংশ নিয়ে বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অভিযোগ, ভারতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।

এছাড়াও মিছিলে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এর আগে আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পাঁচটার দিকে চতুর্থ জানাজা শেষে আলিফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত ভবন চত্বরে। সাড়ে ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়েরে মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫)। তিনি সহকারী সরকারি কৌশলী (এপিপি) ছিলেন।