পেকুয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মুলক মাঠ মহড়া অনুষ্ঠিত 

কক্সবাজার পেকুয়া
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি। 
কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও জনসচেতনতা মুলক মাঠ মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৬ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে পেকুয়া উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রপুলেশন ভুবমেন্ট অপারেশন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ সভায় সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়নের সিপিপির টিম লিডার আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিডিআরইএস আবদুল করিম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার পিআইও আবু তাহের, সহকারী পরিচালক সিপিপি পেকুয়া-কুতুবদিয়া-চকরিয়ার মুনির চৌধুরী, পেকুয়া উপজেলা টিম লিডার সিপিপি আবুল কাশেম সিকন্দর, মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম,মধ্য মগনামা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ বিন হাবিব চৌধুরী, আই এফ আর সি আজহারুল ইসলাম, আই এফ আর সি নোবেল চাকমা,
সার্বিক পরিচালনায় ছিলেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিপিপির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বিডিআরসিএস আবদুস সমাদ,মগনামা ইউনিট টিম লিডার এসএম জাকের হোসাইন প্রমুখ।
উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ এলাকায় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।