রাজধানীর গুলশানে নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম

দরিয়া নগর ডেস্ক

সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে ২ জনকে হত্যা মামলার মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত কাল রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার আফজর হোসেনের ছেলে রুমনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো ও গলা কাটা অবস্থায় দুই জন ব্যক্তির লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিভিন্ন তথ্য অনুসন্ধান ও এলাকার সিসিটিভি ক্যামেরার পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চট্টগ্রামের হালিশহর থেকে রুমনকে গ্রেফতার করা হয়।

অল্প বেতন ও দোকানের কাজকর্ম নিয়ে দোকান মালিক ভিকটিম রফিকের সাথে গ্রেফতারকৃত রুমনের বেশ কয়েকবার বাকবিতণ্ডার কারণে রুমনের মধ্যে দোকান মালিক ভিকটিম রফিকের প্রতি ক্ষোভ থেকে উচিত শিক্ষা দিয়ে দোকানের মূল্যবান মালামাল ও অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে র‌্যাব।

ভিকটিম ৬২ বছর বয়সী মো. রফিকুল ইসলাম সিকদারের নিজ জেলা বরিশাল। তিনি রাজধানীর গুলশান-২ এর রোড নং ১০৮, প্লট নং ২১ এর কেয়ারটেকার হিসেবে চাকুরি করার পাশাপাশি প্লটের ভিতরে ছোট একটি দোকানে চা-বিস্কুট বিক্রি করতেন। এছাড়াও অপর ভিকটিম সাব্বির ও রফিকের চায়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায়।