নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সিফাতের মর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
১৮ মে-রবিবার সকাল ১০ টার দিকে কিশোর সিফাতের মর দেহটি ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৪ শত গজ দূর থেকে উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার দিন বাঁশবাড়িয়া এলাকায় এসে সাগরে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি সিফাতকে। আজ সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সিফাতের মর দেহটি উদ্ধার করে।
এদিকে সিফাতের পরিবার জানায়, ৪ ভাই-বোনের মধ্যে সিফাত সবার বড়। সপ্তাহ খানেরক আগে কক্সবাজার চেপটখালী থেকে এলাকার ছেলেদের সাথে কাজ করার উদ্দেশ্যে সে সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া চলে আসে সিফাত। এর পর থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা এসে ৬০০ টাকা মজুরিতে সড়ক ঢালাইয়ের কাজ করছিল।
শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে গোসল করতে নেমে ভাটার টানে পানিতে তলিয়ে যায় সিফাত।