চট্টগ্রাম সংবদাদাতা ;
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বিদ্যার দেবী সরস্বতী পূজা।
সকাল থেকে পূজা মন্ডপ গুলোতে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। মন্ডপ গুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকলেও শিক্ষার্থীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নগরীর জে এম সেন হলে বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ টি পূজা এক সাথে অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে নগরীর বিভিন্ন পাড়ায়, পাড়ায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।
ধর্মীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। গত রবিবার সন্ধ্যার পর থেকে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব সহকারে নগরীর বিভিন্ন মণ্ডপে নেয়া হয় দেবীর প্রতিমা। পূজাকে কেন্দ্র করে নগরীতে সনাতনীদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।