চট্টগ্রাম সংবদাদাতা ;
৩ মাসের বকেয়া বেতন, ভাতাসহ অন্যান্য পারিশ্রমিক আদায়ের দাবিতে চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা।
শ্রমিকদের দাবি, গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। সঙ্গে গত ২ বছরের ওভারটাইমসহ অন্যান্য পাওনা বকেয়া আছে। কিন্তু মালিক পক্ষের কাছে পাওনা টাকা চাওয়া হলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেন। বার বার আশ্বাস দিয়েও বেতন না দেয়ার অভিযোগ মালিকের বিপক্ষে। ন্যায্য দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।
ঘটনাস্থলে পু্লিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।