নগদ টাকা ও চুরি করা স্বর্ণালঙ্কারসহ ১ নারীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

নগদ টাকা ও চোরি করা স্বর্ণালঙ্কারসহ পেশাদার ১ নারী (চোর)কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) সাতকানিয়ার কালিয়াইশ-পূর্ব কাঠগড় এলাকা থেকে তাসলিমা আক্তার নামের এই মহিলাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী চকরিয়া যাওয়ার জন্য লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একজন ভিখারীর বেশে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলার সাথে উস্কানীমূলক কথা বলে। এতে ভিক্ষুকের সাথে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ভরি ওজনের ২জোড়া কানের দুল ও ১টি আংটি নিয়ে পালিয়ে যায়।

এরপর ২৫ আগস্ট ভূক্তভুগি খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামী করে লোহাগাড়া থানায় মামলা করার পর সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তসলিমার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরার চুরি হওয়া কানের দুল ও আংটিসহ ৩ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।