নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গত রাতে নগররি পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে নগরীর পাঁচলাইশ থানায় প্রেস ব্রিফিং এ পুলিশ জানায়, এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে গণপিটুনির শিকার হন ছিনতাইকারী ইমাম হোসোন আকাশ। সেখান থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ। সেখানেই আবার তাঁর নিজস্ব বাহিনী এসে ফিল্মি স্টাইলে পুলিশকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।আহত হয় ১ পুলিশ সদস্য।
এঘটনার পর গত রাতে অভিযান চালিয়ে চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আটাশ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামী ছিনিয়ে নেয়ার এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশ একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর পতেঙ্গা এলাকা থেকে পালানো সে আসামী ইমাম হোসেন আকাশসহ চক্রের ৭ সদস্যকে নগরীর বিভিন্ন জায়গায় থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, আপনভাই, চাচী, ফুফু মিলে পুরো শহরে দাপিয়ে বেড়ায় আকাশ। আকাশের বিরুদ্ধে আছে চুরি-ছিনতাইয়ের ডজনখানেক মামলা। এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে এক চীনা নাগরকিকে ছুরিকাঘাত করে মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নেয় আকাশ।