চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ সন্ধ্যায়

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার-২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশ শেষে শুরু হবে জুলাই পদযাত্রা। এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সমাবেশস্থল ও হোটেলকে।

এছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ সকালে এনসিপির নেতারা রাঙ্গামাটির উদ্দেশ্যে হোটেল ত্যাগ করার আগে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আহত ও শহীদদের পরিবারের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তারা যেকোন পরিস্থিতিতে শহীদ পরিবারের পাশে থাকবেন বলে জানান তিনি।

রাঙ্গামাটিতে পদযাত্রা শেষে বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাট, মুরাদপুর হয়ে বিপ্লবী উদ্যানে জমায়েত হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিপ্লবী উদ্যানে মূল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯ তারিখ কক্সবাজার থেকে সমাবেশ শেষ করে মধ্য রাতে চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ।