নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ১১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের খেলা।
সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মশিউল আলম স্বপন।
তিনি জানান, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই চট্টগ্রামের মানুষের কাছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মানে আবেগের বিষয়। সারাদেশে ক্রিকেটের জাগরণ ঘটাতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
সংবাদ সম্মেলনে জানানো হয় ১১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে লাল ও সবুজ দলের মধ্যে টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। জাতীয় দলের ক্রিকেটাররা খেলার উদ্বোধন করবেন। লাল দল ও সবুজ দলের মধ্যে বিজয়ী দল কেন্দ্রীয়ভাবে ঢাকায় চূড়ান্ত খেলায় অংশ নিবে।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জিয়া ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির সদস্য এসএম সাইফুল, মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, প্রচার কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি, মাঠ কমিটির আহ্বায়ক মো. সালাহউদ্দিন, সাজসজ্জা কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।