ফেনীতে আন্দোলনরত ছাত্র হত্যা মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা- অমি

চট্টগ্রাম

দরিয়া নগর ডেস্ক

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা মামলার ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল হোসেন অমিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল রাতে ফেনী সদরের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের অভিযানিক দল।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট দুপুর দেড়টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নির্বিচারে করা গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অনার্সের ছাত্র মাহবুবুল হাসান মাসুম। পরে পথচারী এবং ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট সন্ধা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যৃ হয় তার।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ইসমাঈল হোসেন অমিকে ২১ সেপ্টেম্বর-শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামি অমি ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি এবং ফেনী সদরের শাহীন একাডেমি রোড এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।