চট্টগ্রামে আগুনে পুড়ে ১ নারীর মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে; দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত আড়াইটার সময় বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানান, রাত আটটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আমাদের কাছে সংবাদ আসে রাত ২টা ৪৭ মিনিটের সময়। সাথে সাথে দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। চারটার দিকে আগুন নির্বাপণ কর হয়।