নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বেচাকেনার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে বিদ্যালয়ে যায় দুদক। দুদকের সহকারী পরিচালক জানান, অভিযোগ রয়েছে, খাস্তগীর স্কুলের প্রায় শতকোটি টাকার সাড়ে ১৫ কাঠা জায়গা মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ২০০৬ সালে বিক্রি দেখানো হয়।
অভিযোগ ওঠেছে ভুমি ও রেজিষ্ট্রী অফিসের দুনীর্তিবাজ কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকা মূল্যের সরকারি স্কুলটির সম্পত্তি বিক্রী করা হয়। দুদকের সহকারী কমিশনার জানান, বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা ক্রয়-বিক্রয়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সাব-রেজিস্ট্রার অফিসেও যাবে অভিযানিক দল।
আইনজীবীরা বলছেন, আইনের তোয়াক্কা না করে মাঠ দখলে প্রচেষ্টা আইনের লঙ্ঘন। এমন ভুমিদস্যু চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
উনিশ শতকের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর ১৮৭৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। বিংশ শতাব্দীর শুরুতে ১৯০৭সালে স্কুলটি ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে উন্নীত করা হয় এবং অন্নদাচরণের জামাতা, যাত্রামোহন সেন বিদ্যালয়কে জমি ও ভবন দান করেন। একই বছর স্কুলটি সরকারী করণ করা হয় এবং পরবর্তীতে বাংলা মাধ্যম স্কুল হিসাবে পাঠ্য কার্যক্রম শুরু করে।