কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তারা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরেনপলাতক ছিলেন।”
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, তার ভাই তারেক মাহমুদ রনি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৩৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।