নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১ হাজার লিটার চোরাইকৃত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কর্ণফুলী ডাঙগারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ১ হাজার লিটার চোরাইকৃত সয়াবিন তেল ও তেলবোঝাই একটি বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩ টায় কর্ণফুলী ৯ নং ঘাট ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক ইঞ্জিনচালিত একটি কাঠের বোটে তল্লাশি করে চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় এবং বোটটি জব্দ করা হয়। উদ্ধারকৃত সয়াবিন তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা বলেও জানায় কোস্ট গার্ড।