টেকনাফে গোয়াল ঘরে ১৪ ফুট লম্বা অজগর; উদ্ধার করে অবমুক্ত করা হয় গপাহাড়ে

টেকনাফ

টেকনাফ প্রতিনিধি :

 

কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়ন জাঁহালিয়া এলাকায় জহির আহমদ এর গোয়াল ঘর (ছাগলের ঘর) থেকে ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।

 

গত কাল রাত ১১ দিকে টেকনাফ সদর জাহালিয়া পাড়া জহির আহমদ এর গোয়াল ঘর (ছাগলের ঘর) থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

 

আজ ১১ আগস্ট সকাল ১০ টায় এই তথ্য তথ্য নিশ্চিত করেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

 

তিনি জানান, আজ সকালে টেকনাফ সদর জাঁহালিয়া পাড়া এলাকার লোকজন ফোন করে অজগর সাপটির খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতটি উদ্ধার করেনি আসা হয়।

টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া ২ নং ওয়ার্ডের এলাকার সাপ উদ্ধার করা ব্যাক্তি জহির আহমেদ জানান, রাত ১১ টার দিকে এই অজগর সাপটি পাহাড় থেকে নেমে এসে আমার ছাগলের ঘরে ঢুকে পড়ে। রাস্তায় লোকজন হাঁটাহাটির সময় সাপের আওয়াজ শুনতে পেয়ে জহির আহমদ তার ছেলে ও ভাতিজাসহ কয়েকজন মিলে সাপটি কে ধরে  ড্রামের ভেতরে রেখে দেন। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে আসলে সাপটি স্থানীয়রা তাদের হাতে তুলে দেন।

 

সাপটি উদ্ধার করেন, জাহালিয়া পাড়া এলাকার জাহির আহমদ জহির আহমদ(৬৮) মো. আলম প্রকাশ সোনা মিয়া(৪০) পিতা জহির আহমদ। মো. ফাইসেল (২৮) পিতা মিরর আহমদ। মো. আলি (২৬) পিতা নুর মোহাম্মদ।

 

রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন ৩০ কেজির বেশি। সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। পরে সকাল ১১ টার দিকে টেকনাফ স্থল বন্দর সংলগ ১৪ নম্বর ব্রিজ এলাকার গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

 

আমরা এলাকায় এলাকায় বন্যপ্রাণী না মারার জন্য সচেতনামূলক কাজ করেছি। বন্যপ্রাণী আমাদের বন্ধু চাই তারা যেন বন্যপ্রাণী উদ্ধার করে না মেরে আমাদের কাছে স্থানান্তর করে।