কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী দূরবর্তী এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহন সুবিধার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এতে পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা শেষ করেই সময়মতো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা থাকায় অনেক প্রার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন এই বিশেষ উদ্যোগ নেন।
তিনি জানান, এই সুবিধা কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। পরীক্ষা শেষে নির্দিষ্ট স্থান থেকে প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে জেলা পুলিশের তত্ত্বাবধানে নির্ধারিত যানবাহনে পুলিশ লাইন্সে আনা হবে তাদের।
যানবাহন ছাড়ার স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে- মগনামা ঘাট: বিকেল ৩টা, পেকুয়া চৌমহনী: বিকেল ৩টা ২০ মিনিট ও চকরিয়া বাসস্ট্যান্ড: বিকেল ৩টা ৪৫ মিনিট।
মেধা, স্বচ্ছতা ও বৈষম্যহীনতার নীতিতে নিয়োগ প্রক্রিয়াকে সবার জন্য অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তারা।