রঙ্গীখালীর গহীন পাহাড় থেকে বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার

টেকনাফ

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফের রঙ্গীখালীর গহীণ পাহাড়ে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে বিজিবি ও র‌্যাবের চিরুনী অভিযানে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি গ্রুপের ০৪ (চার) জন ডাকাত দল রঙ্গীখালীর গলাচিরা নামক পাহাড়ে সাময়িক আস্থানা গেড়ে সেখানে অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি এবং র‌্যাব এর দুইটি স্পেশাল টহল দল রঙ্গীখালীর গলাচিরা পাহাড়টির বাহিরে থেকে ঘিরে ফেলে। বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ রাউন্ড ফাঁকা ফায়ার করে এবং দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি এবং র‌্যাব এর স্পেশাল টহল দল পাহাড়ে চিরুনি তল্লাশীর মাধ্যমে ডাকাত দলের লুকিয়ে রাখা বিদেশী অস্ত্র (UZI)-০১ টি, একনলা গাদা বন্দুক (লং ব্যারেল) ২ টি, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড এবং ১০ রাউন্ড গুলি (৭.৬২ X ৫১ মিঃ মিঃ ন্যাটো) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অত্র ব্যাটালিয়ন ও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়