নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়া থানার অপহরণ ও মুক্তিপণ মামলার (অজ্ঞাত নামা মামলা) মো রাসেল ও মো. বাবুল নামের পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার-১০ জুলাই বিকেল চারটার দিকে চট্টগ্রাম মহানগরীর বলিরহাট এলাকা থেকে ভোলা জেলার গজারিয়া এলাকার ওবাইদুল হক হাউলাদারের ছেলে মো. রাসেল (২৮) এবং ১১ জুলাই শুক্রবার দুপুর দেড়টায় নগরীর মিয়াখননগর নিজ এলাকা থেকে মো. হোসেনের ছেলে মো. বাবুল (২৮)কে আটক করা হয়।
র্যাব জানায়, আব্দুল্লাহ আল নোমান নামের এক নিখোঁজের বিষয়ে ২৪ ফেব্রয়ারি পেকুয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরবর্তীতে ভিকটিমের ভাই মহিউদ্দিনের মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে আব্দুল্লাহ আল নোমানকে সুস্থ্য অবস্থায় ফেরত পেতে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার অপহরণকারীদের কথামতো ২৪ ফেব্রয়ারি রাতে ৭০ হাজার টাকা দিলে অপহরণকারীরা মামুনকে পেকুয়ার একটি নির্জন স্থানে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুনের বড় ভাই মো. রফিচ বাদী হয়ে পেকুয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্তের মমালার সন্ধিগ্ধ পলাতক আসামী মো. রাসেল (২৮)কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার বালিরহাট এলাকা থেকে এবং নগরীর মিয়াখান নগর এলাকা থেকে মো. বাবুল (২৮)কে আটক করা হয় বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।