চট্টগ্রামের পতেঙ্গা থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার-১০ জুলাই বিকেল ৫টার দিকে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. দেলোয়ার (৩৫), মো. রাশেদ (১৯), মো. আরিফ (৩২) এবং আব্দুল করিম (৩৫) চারজনই কর্ণফুলী এলাকার বাসিন্দা।

 

শুক্রবার-১১ জুলাই দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই-বৃহস্পতিবার বিকালে পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম। অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে তাদের তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা (আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা) ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।