চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করে একদল দুর্বৃত্ত।

 

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট বাজারে প্রকাশ্যে লোকজনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, হত্যার শিকার ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

 

নিহত মুহাম্মদ সেলিম (৪০) কদলপুর ৬ নম্বর ওয়ার্ডের সমশের পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হাটের একটি দোকানের সামনে বসে ছিলেন সেলিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫–৬ জন মুখোশধারী অস্ত্রধারী এসে অতর্কিত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মুখে গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীরা মোটরসাইকেল ও অটোরিকশায় দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে স্থানীয়রা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানায় পুলিশ।

 

উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক। বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ।