চট্টগ্রামে পবিত্র আশুরার দিনে শিয়া সম্প্রদায়ের শোক মিছিল

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র আশুরার দিনে কারবালার স্মরণে চট্টগ্রাম মহানগরীতে শোক মিছিল করেছে শিয়া সম্প্রদায়।

০৬ জুলাই-রোববার সকালে চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সদরঘাট ইমামবাড়ায় এসে শেষ হয়।

মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা, প্রদর্শন করা হয়। এতে অংশ নিয়ে কারবালা প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়। বুকে আঘাত করে-করে, ইসলামি সংগীত ও কারবালা পুঁথি কন্ঠ তুলে সরব ধ্বনিতে কারবালার বেদনাময় ইতিহাস স্মরণ ও তার সাথে একাত্নতা জানায় সবাই।

শোক মিছিলে চট্টগ্রাম নগরীর শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং এই শোক মিছিল থেকে ইসলামের ঐক্য ও মানবতার বার্তা দেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।