চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালানো এক আসামি গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক॥

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে পুলিশ হেফাজত থেকে পালানো দুই আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশীর তুলাতলী রেললাইন কলোনী থেকে ইকবাল হোসেন ওরফে ইমন নামের এই আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই হাজতিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। এরমধ্যে আসামি ইকবালকে তুলাতলীর ফিরোজা বেগমের বাসা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার আদালতের নিয়মিত হাজিরার জন্য লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ইমন ও সীতাকুণ্ড- থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। শুনানি শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে তাদের কারাগারে নিতে প্রিজনভ্যানে তোলার জন্য হাজতখানা থেকে বের করা হলে, সুকৌশলে দুইজন পালিয়ে যায়।