নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৯ম বারের মত কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় বড়উঠানের মৌলভী বাড়িতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।
মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক ও বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী-আলমগীর।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াতে ১ম পুরস্কার বড়উঠান গাউসিয়া হাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল হামিদ, ২য় পুরস্কার আনোয়ারা উপজেলার বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোছাইন উদ্দিন উছমানি, এবং ৩য় পুরস্কার পেয়েছে কর্ণফুলী উপজেলার ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ইয়াছির ইসলাম ইয়াসিন।
হামদ্-নাতে ১ম হয়েছেন ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র, মোহাম্মদ ইসমাম হোসেন, ২য় হয়েছেন বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ হুজ্জাতুল্লাহিল গালিব বায়েজিদ, ও ৩য় হয়েছেন বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আহাদ আলম চৌধুরী।
এছাড়া আযান প্রতিযোগিতায় ১ম ও ২য় হয়েছেন বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হামেদ হাসান আলাভী ও মোহাম্মদ আহাদ আলম চৌধুরী এবং ৩য় হয়েছেন ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাম হোসেন।
এবার মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৪৮ জন, হামদ্-নাতে ৫৮ জন এবং আযান প্রতিযোগিতায় অংশ নেন ৪৭ জন প্রতিযোগী।
এ সময় শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ খলিলুর রহমান, সমাজ সেবক ও সাবেক কেবিনেট ট্রেজার লায়ন মোছলেহ উদ্দিন খান এমদাদ, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, ফাউন্ডেশন’র সচিব মো. রেজাউল হক খান, তৌফিক আহসান বায়জীদ, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, সমাজ সেবক মেজবাহ উদ্দিন খান, মিজানুল হক খানসহ সমাজের গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।