চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর হারানো পাসপোর্ট উদ্ধার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর হারানো পাসপোর্ট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মার্চ সন্ধ্যা ৭: ১৫ টায় রাউজানের দলই নগর এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন দুবাই থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট BS344 যোগে সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সকল আনুষ্ঠানিকতা শেষ করে তার ব্যাগেজ নিয়ে টারমিনাল থেকে বের হয়ে যাত্রী পার্কিং এলাকায় এসে চটজলদি গাড়িতে ওঠেন। মায়ের মৃত্যুতে ভারাক্রান্ত মনে বিষন্ন থাকায় অবচেতন মনে তার অতীব মূল্যবান তিনটি(তন্মধ্যে দু’টি পুরনো) পাসপোর্ট ট্রলিতে রেখে বাড়িতে চলে যান।

বিষয়টি আজ সকাল ৮ টা পর্যন্ত তার অগোচরে ছিল। ইতোমধ্যে ডিউটিরত অত্র বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহীম এর টহলকারী টিম পাসপোর্ট তিনটি পার্কিং এলাকায় ট্ৰলিতে পেয়ে সকাল সাড়ে আটটায় ইব্রাহীম এর নিকট জমা দেন। তাতক্ষণিক ভাবে ইব্রাহীম যাত্রী জনাব নুরুল আমিন এর পাসপোর্টে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সেটি বন্ধ পান। অতপর তিনটি পাসপোর্টের অন্য আরেকটি পাসপোর্টে থাকা আরেকটি নম্বরে তিনি যোগাযোগ করলে যাত্রীর নিকট আত্মীয়ের মাধ্যমে নুরুল আমিনকে বিষয়টি অবহিত করলে তিনি থমকে যায়। অতপর সহকারী নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহীম যাত্রী জনাব নুরুল আমিন কে আশ্বস্ত করে বিমানবন্দরে এসে তার পাসপোর্ট বুঝে নেওয়ার আহবান জানান।

পরে আজ সাড়ে ১২ টার দিকে যাত্রী নুরুল আমিন বিমানবন্দরে এসে নিরাপত্তা শাখায় যোগাযোগ করলে যাত্রীকে তার মূল্যবান পাসপোর্ট তিনটি বুঝিয়ে দেওয়া হয়।