কুতুবদিয়ার নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল হাসান 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. রেজাউল হাসান।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে ডা. রেজাউল হাসান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিনসিকদার পাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সন্তান।

শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলা জুড়ে তাঁর সুনাম রয়েছে। নিয়োগ পাওয়ার পর ডা. রেজাউল হাসান বলেন, “আমার জন্মভূমি কুতুবদিয়া একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।” তিনি তাঁর দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদানের আশ্বাস দেন।

১৯৯৫ সালে ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। রেকর্ড সংখ্যক নাম্বার কুতুবদিয়া সেন্টারে ১ম স্থান অধিকার করে। ১৯৯৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

২০০৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন
২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থিসিয়া, এনালজেসিয়াও ইনটেনসিভ কেয়ার এর উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন।

৩০ তম বিসিএস এর মাধ্যমে ২০১২ সালে সরকারি চাকরি তে যোগদান করেন। ২০২৩ সালে এনেস্থিসিয়া কনসালটেন্ট হিসেবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এতদিন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।