চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম মহানগরী থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করার অভিযোগে অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদে খবর পেয়ে নগরীর খুলশী সেন্টারের ২ নম্বর রোড এলাকা থেকে আবু সাদাত মো. আবু সায়েমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী পটিয়ার কুসুমপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে দেশীয় এলজি বন্দুক উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই আক্রমণের নেতৃত্ব দেন যুবলীগ নেতা আবু সাদাত মো. সায়েম। সেদিন ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন তিনি। এ ঘটনায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার অনেক ছাত্র গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেফতার আবু সাদাত মো. আবু সায়েম (৪৩) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গ্রেফতার সায়েম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল মালেক জনি হত্যার অন্যতম আসামি।