কুতুবদিয়ায় তারুণ্য উৎসব উপলক্ষে বীচ ম্যারাথন দৌড় সম্পন্ন

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে আয়োজিত নীচ ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বড়ঘোপ সমুদ্র সৈকতে এই ম্যারাথনের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

ম্যারাথনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসের সঙ্গে দৌড়ে অংশ নেন এবং কুতুবদিয়ার মনোরম পরিবেশে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “এই ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ ও কর্মঠ রাখার পাশাপাশি সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুতুবদিয়ায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল উপস্থিত ছিলেন।

এই ম্যারাথন দৌড় কুতুবদিয়ার ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।