কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) সকালে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ হলরুমে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। পরে বড়ঘোপ বায়তুশ শরফ এতিমখানার শিক্ষার্থী, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ। তিনি বলেন, “শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।”
কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বড়ঘোপ ইউপি প্রশাসক মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, জেলা পরিষদ কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে, যা দরিদ্র ও অসহায় মানুষের শীত নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।