চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে ১১৯ তম ওরশ

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা : 

যথাযথ ধর্মীয় মর্যাদায় চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে হজরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯ তম ওরশ।

বৃহস্পতিবার সকাল থেকে ঐতিহ্যবাহী ওরশের আনুষ্ঠানিকতা শুরু হলেও এ উপলক্ষ্যে মাইজভান্ডার দরবার শরীফে গত কয়েকদিন আগে দেশি-বিদেশি ভক্ত ও আশেকানরা জড়ো হতে শুরু করে।

এবার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল সংখ্যক ভক্ত ওরশে যোগ দিয়েছেন। আজ সকালের পর রওজা শরীফ গোসল ও গিলাফ চরানোর মাধ্যমে শুরু হয় ওরশ শরীফের আনুষ্ঠানিকতা। আর নানা আয়োজনের মধ্যে ওরশ চলবে আরো দু’দিন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ভক্তদের মাজার জিয়ারত, মিলাদ এবং খতমে কোরআন পাঠ।

ওরশকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে পড়েছে পুরো মাইজভান্ডার দরবার শরীফ এলাকা। দেশের দূরদূরান্ত থেকে নানা যানবাহন নিয়ে দরবারে উপস্থিত হচ্ছেন ভক্তরা। অনেকে আসছেন দীর্ঘ পথ পায়ে হেঁটে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে অনুষ্ঠিত হবে দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে বিশেষ মিলাদ ও জিকির। দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি।