চট্টগ্রামে দুই ভূয়া এনএসআই আটক

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে নগরীর কোতোয়ালি এলাকা থেকে এনএসআই পরিচয় দেওয়া দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, আটক দু’জন ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কোতোয়ালির লালদিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক দু’জন হলেন- খুলশীর সেগুনবাগান এলাকার মো. জুম্মান ও মো. ফিরোজ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।