চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ লিটন গ্রুপের ৪ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
১৮ জানুয়ারি রাত আড়াইটার (২ টা ৩০ মিনিট) দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন ডাকাত দলের নেতা মো. লিটন (৩৮), মো. হাসেম (৪৫), মো. মিন্টু (৩৮) এবং মো. কায়সার (৩৮)।
কোস্ট গার্ড জানায়, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমুদ্রে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রাত ২ টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাংগু।
অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গরে সাংগু নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট কোস্ট গার্ড অভিযানিক দলের উপস্থিত টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বোটটিকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানিক দল। পরে বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়।
জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।