উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে মোহাম্মদ সজীব (২৫) নামে এক যুবককে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিনড্রাইভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী।
কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ সজীব ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা রুস্তম আলীর ছেলে। অভিযানে তাকে পাহাড় কাটার কাজে জড়িত অবস্থায় আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, সম্প্রতি উখিয়ার বিভিন্ন এলাকায় বন ও পরিবেশ ধ্বংস এবং নির্বিচারে পাহাড় কাটা বেড়ে গেছে। পাশাপাশি চলছে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন। এসব অপরাধ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) এবং একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বন ও পরিবেশ ধ্বংস রোধে এবং পাহাড় কাটার মতো অবৈধ কার্যক্রম বন্ধে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।