চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা তিনজনই বন্ধু ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া, একই গ্রামের মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া এবং সুরেশ বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত তিনজন একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।