কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর কৈয়ারবিল এলাকায়র মোঃ ইলিয়াসকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেখা যায় যে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, “ফসলি জমি থেকে মাটি কাটা পরিবেশ ও কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা উচিত।
জমি থেকে মাটি কাটার বিষয়ে পরিবেশ আইন অনুযায়ী কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই কেউ এই কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।