Coast Guard has distributed winter clothes at Teknaf border

টেকনাফ সীমান্তে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড

টেকনাফ

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি

টেকনাফের শাহপরীর দ্বীপের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করতে এসে সীমান্তের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এজন্যই কোস্টগার্ড অসহায় মানুষের কাছে ভালোবাসা অর্জনের পাশাপাশি প্রিয় হয়ে উঠেছে সকলের।

এসব কাজকে এগিয়ে নেওয়ার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা দরকার বলেও উল্লেখ করেন মহাপরিচালক।

কক্সবাজার টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনী পরাজয় হচ্ছে। এতে করে দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে তাতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত বাসিন্দাদের পাশে রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক বলেন, দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।