Inauguration of Minibar Football Tournament at Kutubdia Koyarbil

কুতুবদিয়া কৈয়ারবিলে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোড় মাঠে কৈয়ারবিল চেয়ারম্যান রোড় ভাই ভাই একতা সংঘ কর্তৃক আয়োজিত ৩য় প্রয়াস মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 

কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরমান হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল, সমাজ সেবক হাসান মুরাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, সমাজ সেবক মোঃ নেজাম উদ্দিন,সাংবাদিক আবুল কাশেম উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় কলেজ রোড় একতা সংঘ ২-০ গোলে মলমচর একতা সংঘকে পরাজিত করেন। উদ্বোধনী খেলা পরিচালনা করেন উত্তরণ বিদ্যানিকেতনের ক্রীড়া শিক্ষক মাস্টার নির্জল শীল।