Body of young man recovered from St. Martin beach

সেন্টমার্টিন সৈকত থেক যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ সেন্টমার্টিন

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সৈক থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বীপের উত্তর সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স ৩৫ বলে অনুমান করছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন বলেন, ‌জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। লাশটি ফুলে ফেঁপে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে। “ তবে অন্তত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ।